নিজস্ব সংবাদদাতা: একুশের বিধানসভা নির্বাচনের আগে নানা বিষয়কে কেন্দ্র করে দিন দিন বাড়ছে রাজনৈতিক উত্তাপ। এর মাঝে বাংলার সংস্কৃতি ও হিন্দু ধর্মকে ঘিরে যে বিতর্ক দানা বাঁধছে এদিন তাঁকে আরো খানিক উস্কে দিলেন গেরুয়া নেতা দিলীপ ঘোষ। সম্প্রতি বঙ্গ রাজনীতির মঞ্চে তৈরি হওয়া ভগবান রাম বনাম দুর্গার বিতর্কে কার্যত ঘৃতাহুতি দিল বিজেপির রাজ্য সভাপতির মন্তব্য।
বাঙালি সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত দেবী দুর্গাকে অপমান করেছেন দিলীপ ঘোষ, এদিন এমনটাই দাবি উঠেছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। কেন এমন দাবি? ঘাসফুল শিবির জানিয়েছে, ভগবান রামের সঙ্গে দেবী দুর্গার তুলনা করতে গিয়ে তাঁর অস্তিত্ব সম্পর্কেই প্রশ্ন তুলেছেন গেরুয়া সভাপতি। বাংলার মানুষ যে এর জন্য তাঁকে কখনো ক্ষমা করবেন না এদিন সে কথাও জানিয়েছে তৃণমূল।
বিতর্কের সূত্রপাত শহরে আয়োজিত এক আলোচনা চক্রে। সর্বভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের তরফ থেকে ভোট পূর্ববর্তী বাংলার উত্তপ্ত আবহে আয়োজন করা হয়েছিল এই আলোচনা চক্র। শাসক ও বিরোধী শিবিরের একাধিক নেতা নেত্রী এতে উপস্থিত ছিলেন। এখানেই এক প্রশ্নের সাপেক্ষে দিলীপ ঘোষ বলেন, “রামের ১৪ জন পূর্বপুরুষের নামও পেয়ে যাবেন আপনি। দুর্গার পাওয়া যাবে কি?” বিজেপি নেতার এই মন্তব্যের পরেই আসরে নামে ঘাসফুল শিবির। মা দুর্গার অপমানে কার্যত তুলোধুনো করা হয় দিলীপ ঘোষকে।
এদিন দিলীপ ঘোষ রাম বনাম দুর্গা প্রসঙ্গে আরো বলেন, “ভগবান রাম রাজা ছিলেন। কেউ তাঁকে অবতার বলে বিশ্বাস করেন। তাঁকে রাজা, সুশাসক, মর্যাদা পুরুষোত্তম মনে করা হয়।..দুর্গা জানি না কোথা থেকে এসেছে।” সুশাসন শান্তিপূর্ণ রাজ্যের কথা বলতে যে মানুষ রামরাজ্যকেই বোঝেন এদিন তাও জানান দিলীপ ঘোষ। অবশ্য সেই সঙ্গে তিনি এও বলেন, “রাম আর দুর্গার কোনো তুলনাই হয় না, একজন রক্তমাংসের মানুষ, অন্যজন ঈশ্বর।”
আলোচনা চক্রে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের কাকলি ঘোষ দস্তিদার। দিলীপ ঘোষের মন্তব্যের কড়া সমালোচনা করেন তিনি। বিভিন্ন রাজ্যে রামের আরাধনা করা হলেও বাংলায় দেবী দুর্গাকে রক্ষক হিসেবে দেখা হয়, তিনি শুধু বাংলা নয়, হিন্দুত্বেরও প্রতীক, জানান তৃণমূল নেত্রী। সব মিলিয়ে বাংলায় ভোট পূর্ববর্তী আবহে রাম বনাম দুর্গা বিতর্কে নতুন করে শুরু হয়েছে তরজা।