নিজস্ব সংবাদদাতা: রাজনীতি করতে করতে ফুলে ফেঁপে ওঠে সম্পত্তি, এমন কথা প্রচলিত লোকের মুখে মুখে। আর কথাটা যে খুব একটা মিথ্যা নয়, তার প্রমাণ উঠে এল চোখের সামনে। ২০২১ সালে বিধানসভা নির্বাচনের আগে দেশ জুড়ে ভোট উত্তাপের মাঝেই চমকে দিল সমীক্ষার ফলাফল।
২০১৮-১৯ সালের তথ্য ভিত্তিক একটিসমীক্ষা অনুযায়ী দেশের রাজনৈতিক দলগুলির মোট সম্পত্তির পরিমাণ আকাশছোঁয়া। প্রায় সাড়ে সাত হাজার কোটি টাকার মালিক বাম ডান গেরুয়া সবুজ সমস্ত রকমের রাজনীতির সঙ্গে যুক্ত নেতৃবৃন্দ। তথ্য বলছে দেশের ৭টি জাতীয় রাজনৈতিক দল এবং ৪১টি আঞ্চলিক দলের নেতাদের মোট সম্পত্তি ৭৩৭২.৯৬ কোটি টাকা।
এখানেই শেষ নয়, উঠে এসেছে আরো চাঞ্চল্যকর তথ্য। ভারতের মধ্যে সবচেয়ে বেশি সম্পত্তির মালিক বিজেপি নেতারা , এমনটাই জানা গেছে সমীক্ষার ফলাফলে। কেন্দ্রে শাসনরত এই দলের মোট সম্পদের পরিমাণ হল ২৯০৪.১৮ কোটি টাকা যা দেশের মোট রাজনৈতিক সম্পদের প্রায় ৫৪.২৯%। অবশ্য পিছিয়ে নেই জাতীয় কংগ্রেসও। তাঁদের সম্পদ রয়েছে প্রায় ৯২৮.৮৪ কোটি টাকার যা মোট সম্পদের ১৭.৩৬%। এছাড়া সম্পদের নিরিখে তৃতীয় স্থানে রয়েছে বহুজন সমাজবাদী পার্টি (BSP), মোট সম্পদ ৭৩৮ কোটি।
আঞ্চলিক রাজনৈতিক দলগুলিও সম্পদ বৃদ্ধিতে নজর কেড়েছে রীতিমতো। ৪১টি দলের মধ্যে এক্ষেত্রে সবচেয়ে বেশি সম্পদের মালিক হিসেবে আত্মপ্রকাশ করেছে সমাজবাদী পার্টি। এই দলের সম্পদ ৫৭২.২১ কোটি টাকা যা মোট সম্পদের প্রায় ২৮.২৮ %। এরপরেই রয়েছে ওডিশার বিজু জনতা দল বা বিজেডি। তাঁদের সম্পদ রয়েছে অন্তত ২৩২.২৭ কোটি। এছাড়া তামিলনাড়ুর এআইএডিএমকে (AIADMK) ২০৬.৭৫ কোটি টাকার সম্পত্তি নিয়ে রয়েছে তৃতীয় স্থানে।
যে দেশের ৩৭% মানুষ দারিদ্র্য সীমার নীচে বসবাস করে, সেই দেশের রাজনৈতিক দলগুলির সম্পদের এই খতিয়ান নিঃসন্দেহে উদ্বেগজনক, মনে করছেন বিশেষজ্ঞরা।