রাজ্যের সমস্ত সরকার পরিচালিত স্কুলে বাড়ানো হল গরমের ছুটি। ১৫ জুনের বদলে ২৬ জুন পর্যন্ত ছুটি বাড়ানোর নির্দেশিকা জারি করেছে স্কুল শিক্ষা দফতর।
কেন বাড়ানো হল গরমের ছুটি?
রাজ্যে বর্ষা দেরিতে ঢোকায় ক্রমশ বাড়ছে গরম। সঙ্গে আদ্রতা জনিত কারণে অস্বস্তিও অব্যাহত। উত্তরবঙ্গের তুলনায় দক্ষিণবঙ্গের অবস্থা আরও শোচনীয়। এই পরিস্থিতি নিয়ে ইতিমধ্যে উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার উদ্বেগকে মান্যতা দিয়ে এবার রাজ্যের স্কুলগুলিতে গরমের ছুটি বাড়ানোর বিজ্ঞপ্তি জারি করল স্কুল শিক্ষা দফতর। এবিষয়ে রবিবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে সুখ্যমন্ত্রীর কথা হয়েছে বলে শিক্ষা দফতর সূত্রের খবর।
কী বলা হয়েছে নির্দেশিকায়?
প্রাথমিকভাবে ১৫ জুন পর্যন্ত ছুটির কথা থাকলেও সোমবারের নোটিশ অনুযায়ী তা আরও ১১ দিন বাড়ানো হল। অর্থাৎ, ২৬ জুন পর্যন্ত রাজ্যের সরকার পরিচালিত সমস্ত স্কুল বন্ধ থাকবে। পড়ুয়াদের সুরক্ষার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
প্রসঙ্গত উল্লেখ্য, রবিবার পানিহাটিতে মহাপ্রভু দেবের দই-চিড়ের মেলায় গরমের কারণে তিনজনের প্রানহানির খবর সামনে আসে। তারপরই মুখ্যমন্ত্রী উদ্বেগ প্রকাশ করেছিলেন।
নির্দিষ্ট সময়ে বর্ষা আসার কথা থাকলেও দক্ষিণবঙ্গে বর্ষা দেরিতে আসাতেই এই বিপত্তি বলে আবহাওয়া দফতর আগেই জানিয়েছে।