মমতা বন্দ্যোপাধ্যায় যে মুখ্যমন্ত্রী হিসেবে কতটা যোগ্য তিনি তার আরও একটা নিদর্শন রাখলেন আজ। বাংলার মুখ্যমন্ত্রী হয়ে বাংলার তথা বাংলা ভাষার এক সার্বিক উন্নতিসাধন করলেন তিনি। রাজনৈতিক বেড়াজালে নিজেকে আবদ্ধ না রেখে যদি একজন মুখ্যমন্ত্রী হিসেবে ওনাকে দেখা যায়, তাহলে আমরা এক মহীয়সী নারীকে একটা সফল বাংলাকে নিয়ে বীরদর্পে এগিয়ে যেতে দেখবো।
আজকে এতকিছু বলার কারণ লন্ডন টিউব রেলের মাধ্যমে বাংলা ভাষা বিশ্বদরবারে স্বীকৃতি পেয়েছে। হোয়াইট চ্যাপেল স্টেশনের এক প্রতীকী হিসেবে থেকে গেলো এই ভাষা। সংস্কৃতির সংস্করণ হয়তো এভাবেও সম্ভব, তা আজ প্রমাণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
ভাবছেন কোনো এক রাজনৈতিক দলের সদস্যের মতো কথা বলছি। কিন্তু একজন সাচ্চা বাঙালি হিসেবে বলুন তো! আপনার গর্ব হচ্ছেনা? মনে হচ্ছেনা বাংলা ভাষার এই ব্যাপ্তি আজ কোনো একটা নবজাগরণের মতো? মনে যদি না হয়, মার্জনা করবেন আপনি প্রকৃত বাঙালি নন।