দীর্ঘদিন ধরে ধর্ষন করে আসার অভিযোগ উঠলো বাবার বিরুদ্ধে | আর এই ঘটনায় উত্তেজনা ছড়াচ্ছে স্থানীয় এলাকাতে |ঘটনাটি ঘটেছে বনগাঁতে ।ঘটনা সূত্রে জানা যায় যে,অভিযুক্ত বাবা তার প্রাপ্তবয়স্ক| মেয়েকে প্রায় দুই বছর ধরে ধর্ষন করে যাচ্ছিল।অভিযুক্ত বাবা পেশায় দিনমজুর৷ প্রতি রাতে তার মেয়েকে নিয়ে ঘরের মধ্যে ঘুমাতে যেত সে। অভিযুক্তের স্ত্রী অর্থাৎ মেয়েটির মা তার অপর বাচ্চাদের দিয়ে বাইরে ঘুমাতো। বিষয় টি মেয়েটির মা অনেকদিন ধরে জানতেন |কিন্তু স্বামীর অশান্তি ও বিবাদের ভয়ে সে কাউকে জানাতে সাহস পেত না। প্রতিবেশীরাও বিষয়টি এতদিন জানতে পারেনি | কিন্তু বর্তমানে বেশ কিছুদিন অশান্তি ও বিবাদ বাড়তে থাকাই সন্দেহ হয় পাড়া পড়শিদের | পাড়া পড়শিরা খোঁজ খবর করতেই বিষয়টি সামনে উঠে আসে | উত্তেজনা ছড়াতে থাকে এলাকাতে | আজ সোমবার রাতে মেয়ে নিজেই বনগাঁ থানাতে একটি অভিযোগ দায়ের করে।
[…] […]