বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়ে দিয়েছে প্রতিটি পুরুষের যৌনাঙ্গে করোনার ভ্যাকসিন দেওয়া হবে! যারা এই কথা মানবে না তাদের ভ্যাকসিন পাওয়া হবে না! এই গোটা বিষয়টি পড়ে আপনি নিশ্চয়ই শুধু অবাক‌ই নয়, আতঙ্কিত হয়ে উঠেছেন। স্বাভাবিক ভাবেই যৌনাঙ্গের মতো স্পর্শকাতর যায়গায় সিরিঞ্জের ছুঁচ ফোটানোর কথা আমরা ভাবতেই পারি না। অথচ করোনার ভ্যাকসিন সরকারি ছাড়পত্র পেতেই আমেরিকার এক বিখ্যাত সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে পুরুষ যৌনাঙ্গে করোনার ভ্যাকসিন দেওয়া হলে তবেই নাকি তা সর্বাধিক কার্যকরী হবে।

কয়েকদিন আগে আমেরিকার সিএনএন সংবাদমাধ্যম দাবি করে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় এই বিষয়ে প্রায় ১,৫০০ জনের ওপর গবেষণা চালিয়ে দেখেছে পুরুষদের যৌনাঙ্গে ভ্যাকসিনের ডোজ দেওয়া হলে তা অধিক কার্যকরী হয়। তাদের এই দাবির পরেই সামাজিক মাধ্যমে মানঙষজষ নানান মজার মজার জল্পনায় মেতে ওঠেন। তাদের কেউ কেউ দাবি করে বসেন যৌনাঙ্গে করোনার ভ্যাকসিন নিলে তা বেশ কয়েক ইঞ্চি দৈর্ঘ্য বৃদ্ধি পাবে। অনেকে আবার বলেন এই ভ্যাকসিনের ফলে নাকি মহিলাদের নিতম্ব অনেকটা বড় হয়ে যাবে!

কিছু নেট নাগরিক আবার পাল্টা মজা করে বলেন করোনা ভ্যাকসিনের ফলে বেশকিছু কাজ হারানো মানুষ পর্ন ইন্ডাস্ট্রিতে নতুন করে কাজ শুরু করার সুযোগ পাবেন! যদিও এই মন্তব্যকে অনেকে অসংবেদনশীল বলে সমালোচনা করেছেন। এই ভ্যাকসিন নিলে যৌন ক্ষমতা চলে যাবে বলেও অনেককে জল্পনা করতে দেখা গিয়েছে। কিছু জন আবার রীতিমতো ছবি এঁকে শরীরের কোন অঙ্গে ভ্যাকসিন দেওয়া যাবে তা নিয়ে চর্চা শুরু করে দিয়েছেন।

সবমিলিয়ে গোটা পরিস্থিতি এক হাস্যকর বিভ্রান্তি সৃষ্টি করার পরেই বিভিন্ন স্বাস্থ্য বিশেষজ্ঞ জানান পুরুষ যৌনাঙ্গে ভ্যাকসিন দেওয়ার জল্পনা সম্পূর্ণভাবে ভুয়ো। তাদের দাবি যৌনাঙ্গে ভ্যাকসিন দেওয়ার জন্য সিরিঞ্জের ছুঁচ ফোটাতে হলে উপকার হওয়ার বদলে ক্ষতি হওয়ার সম্ভাবনাই বেশি। অনেক বিশেষজ্ঞ তো বলছেন এর ফলে ইনফেকশন পর্যন্ত হয়ে যেতে পারে। তখন করোনা আটকানোর বদলে যৌনাঙ্গের ইনফেকশন সারাতে মানুষকে না আবার হাসপাতালে ছুটতে হয়!

তবে এই সমস্ত জল্পনা নিয়ে সংবাদমাধ্যমের এক গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। আমাদের লক্ষ্য রাখতে হবে কেউ যেন এই জল্পনার ফাঁদে পড়ে যৌনাঙ্গ বৃদ্ধি করার জন্য সেখানে ভ্যাকসিন নেওয়ার ভুল না করে বসেন।