সেলেব দম্পতি শ্রাবন্তী-রোশান জুটির পর নুসরাত-নিখিল -এর সম্পর্ক নিয়ে গুঞ্জন উঠেছে টলিপাড়ায়। টলিউডে উঠেছে বিচ্ছেদের ঝড়।
সম্প্রতি নিখিল এবং নুসরাত দুজনে দুজনের থেকে আলাদা থাকতে শুরু করেছেন। সোশ্যাল মিডিয়ায় দুজন দুজনকে আনফলো অবধি করেছেন, যেটি চোখে পড়েছে সকল নেটাগরিকদের । এমনকি স্ত্রী নুসরাতের জন্মদিনে বার্থডে উইশ টুকুও করেননি নিখিল। নুসরাতের বার্থডে পার্টিতেও দেখা যায়নি তাকে।‌‌ তাই সকল ভক্তদের মনে কৌতুহল উঁকি দিয়েছে। হটাই ২ বছরের মাথায় কি এমন ঘটল যে চিড় ধড়ল নুসরত ও নিখিলের মধুর সম্পর্কে ?
নুসরাত স্বীকার করে নিয়েছেন, তারা একে ওপরের থেকে বিচ্ছিন্ন রয়েছেন‌।

নুসরাত
Instagram

সংসদ হওয়ার পর, ধর্মের বেড়াজাল টপকে নিখিল-নুসরাত বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন ২ বছর আগে। তারপরের সময়টা ছিল খানিক অস্বস্তির। গঞ্জনা-হুমকির তোয়াক্কা না করে ভালোবাসার জয় করেছে তারা। তাদের দেখা গেছে একাধিক জায়গায়, টিকটক ভিডিও থেকে শুরু করে দূর্গাপূজার অঞ্জলিতে। বহু ফটোশুটও করেছেন একসাথে।‌ এই সেলেব দম্পতির প্রেমে হাবুডুবু খাওয়া দেখে ঈর্ষা করেছেন অনেকেই।
তবে এমন কি ঘটনায় বিচ্ছিন্ন হওয়ার সিদ্ধান্ত নিলেন তারা !

তবে সাম্প্রতিক ঘটনার ওপর নির্ভর করে ঘটনার মোড় অন্যদিকে ঘুরেছে। সূত্রের খবর অনুযায়ী, নিখিলকে ছেড়ে আপাতত টলিউড অভিনেতা যশ দাশগুপ্তের সঙ্গে সম্পর্কে আবদ্ধ হয়েছেন। নুসরাতের ইন্সটাগ্রামে দেখা যাচ্ছে তাদের একাধিক ফ্রেম শেয়ারের মুহূর্ত। দুই তারকাই রাজস্থানের মরুভূমিতে ছুটি কাটাচ্ছেন।‌ এই সম্পর্কের ব্যপারে নিজেরা নিশ্চুপ হলেও তাদের ইন্সটাগ্রাম বলে দিচ্ছে গোপন কথা। পোস্টের ক্যাপশনে লুকিয়ে আছে বেশ কিছু ইঙ্গিত! দেখে নিন নিজেরাই।
সব মিলিয়ে নিখিল এবং নুসরাতকে নিয়ে জল্পনার পারদ উর্ধ্বমুখী।