নীলা (ব্লু-স্যাফায়ার):-

images 28 5
Facebook

নীলা অর্থাৎ ব্লু-স্যাফায়ার স্বচ্ছ উজ্জ্বল নীল আভাযুক্ত একটি রত্ন। জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী এই রত্ন নাকি সবাই ধারণ করতে পারে না।
স্বাভাবিকভাবেই প্রশ্ন এসে যায়, কেন? কেন এই রত্ন সবাই ধারণ করতে পারে না। কী হয় এই রত্ন ধারণ করলে… আমরা সে বিষয়ে যাওয়ার আগে দেখে নিই নীলা কী?

images 29 6
জ্যোতিষী ড. রামপ্রসাদ ভট্টাচার্য

নীলা কী?
নীলা এক উজ্জ্বল মণির মত রত্ন। এটি কোরানডাম (Corundum) গ্রুপ এর রত্ন।এ্যালুমিনিয়াম অক্সাইড এবং স্যাফায়ারের অন্যান্য উপাদান দিয়ে নীলার সৃষ্টি।নীলা( BLUE SAPPHIRE) আর চুনি (Rubby) একই অ্যালুমিনিয়াম অক্সাইড । দুটিকেই বৈজ্ঞানিক পরিভাষায় বলে কোরানডাম। কিন্তু চুনির কোরানডামে সামান্য ক্রোমিক অক্সাইড মিশে থাকার জন্য
এর রঙ লাল আর নীলার কোরানডামে টাইটানিয়াম অক্সাইড থাকায় এর রঙ নীল।
একে নীলকান্তমণিও বলা হয়ে থাকে।
আরবী, উর্দু বা ফার্সীতে নীলাকে কবুদ বা ইয়াকুত বলে।
নীলার কিছু প্রকারভেদ আছে। যেমন- ইন্দ্র নীলা, ষ্টার নীলা, অপরাজিতা নীলা, পীতাম্বর নীলা, গঙ্গাজল নীলা, রক্তমুখী নীলা ইত্যাদি ।
উজ্জ্বল নীল আভার সাথে রক্তের আভা যুক্ত, হরিদ্রাভ, শ্বেত কিঞ্চিৎ নীল আভাযুক্ত প্রভৃতি বর্ণের হয়ে থাকে, এই হিসেবেই ভিন্ন ভিন্ন নাম হয়। তবে উজ্জ্বল নীল আভাযুক্ত নীলাই শ্রেষ্ঠ।

নীলা ধারণ করার সুফল:-

resize 350x230x0x0 image 103899 1599796345
RTV


১. শনির অশুভ প্রভাব থেকে রক্ষা করে।
২. মঙ্গলের অশুভ প্রভাহ হতে মুক্তি
৩. যাদের পক্ষে উপযোগী তাদেরকে অধিক ধনশালী ও ঐশ্বর্যশালী করে। (প্রসঙ্গত উল্লেখ্য, নীলা সবাই ধারণ করতে পারেন না। তাতে হিতে বিপরীত হতে পারে।)
৪. মনকে শক্তিশালী করে।
৫. সাহস বৃদ্ধি করে।
৬. শত্রু নাশে সাহায্য।
৭. দারিদ্র ও দুঃখ কষ্ট দূর

এই বিষয়ে একটি ইউ টিউবের লিঙ্ক থাকল সবার জন্য…https://youtu.be/49yH7feFxAM

নীলা কোথায় পাওয়া যায়:-


কাশ্মীরি নীলা পৃথিবী বিখ্যাত। কাশ্মীরের প্রায় সাড়ে চার হাজার মিটার উঁচুতে নীলার খনি আছে, যা প্রায় সারা বছরই বরফে ঢাকা থাকে। ফলে বছরে শুধু তিন মাস জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত এই খনিতে কাজ-কর্ম হয়। অষ্ট্রেলিয়ার অ্যানিকি, আমেরিকার মনটানা, সিংহলের রত্নপুরাতেও বেশ উৎকৃষ্ট শ্রেণীর নীলা পাওয়া যায়। এছাড়াও নীলা পাওয়া যায় জার্মানীতে।

নীলা ধারণ বিষয়ে মতামত:-

তবে নীলা অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ ছাড়া ধারণ করা উচিত না। কারণ এর শুভ ফলাফল যতটাই শুভ, অশুভ ফলটা ততটাই অশুভ। শুভ ফল দিলে মারাত্মক শুভ ফল দেয়। আবার অশুভ ফল দিলে ভয়ঙ্কর অশুভ হয়।
নীলা গ্রহণ করার আগে বেশ কয়েক দিন নীলাটি রাতের ঘুমানোর বালিশের তলায় রেখে দেখতে হবে, যদি সেই কয়েকদিন কোনো অসুবিধা না হয় তাহলে নীলাটি গ্রহণ করা যেতে পারে। আর নীলাটি রাতের বালিশের তলায় রাখার পর যদি রাতে ভয়ানক স্বপ্ন দেখেন বা কোনো অঘটন ঘটে বা হঠাৎ কোনো সমস্যাতে পরে যান তাহলে সেই নীলা গ্রহণ করা ঠিক হবে না। যদি তিন রাত্রি ক্রমাগত কেউ দুঃস্বপ্ন দেখে, তাহলে ওই রত্ন পরিহার করাই শ্রেয়।
নীলা কিন্তু খুবই সাংঘাতিক একটি রত্ন। যদি ভুল লোক বা ভুল পদ্ধতিতে নীলা গ্রহণ করেন, তাহলে নীলা কিন্তু সাংঘাতিক ভাবে ক্ষতি করতে পারে তার জীবনে।
সুতরাং, নীলা ধারণ করার আগে খুব ভেবে চিন্তে সিদ্ধান্ত নিতে হবে। নীলা সুন্দর দেখেই তাকে নিজের জীবনে এনে নিজের জীবনকে দুর্বিষহ করার আগে অভিজ্ঞ কারোর সাথে কথা বলে নেওয়া দরকার। আর যদি আপনাকে নীলা ভালোবেসে ফেলে তবে তো সোনায় সোহাগা। আপনিও তাকে মন দিয়ে ভালোবাসুন।https://www.google.com/url?sa=t&source=web&rct=j&url=https://www.facebook.com/1822515398068868/posts/-%25E0%25A6%25AC%25E0%25A7%258D%25E0%25A6%25B2%25E0%25A7%2581-%25E0%25A6%25B8%25E0%25A7%258D%25E0%25A6%25AF%25E0%25A6%25BE%25E0%25A6%25AB%25E0%25A6%25BE%25E0%25A7%259F%25E0%25A6%25BE%25E0%25A6%25B0-%25E0%25A6%25A8%25E0%25A7%2580%25E0%25A6%25B2%25E0%25A6%25BE-blue-shappaire-%25E0%25A6%25A8%25E0%25A7%2580%25E0%25A6%25B2%25E0%25A6%25BE-%25E0%25A6%25B8%25E0%25A7%258D%25E0%25A6%25AC%25E0%25A6%259A%25E0%25A7%258D%25E0%25A6%259B-%25E0%25A6%2589%25E0%25A6%259C%25E0%25A7%258D%25E0%25A6%259C%25E0%25A7%258D%25E0%25A6%25AC%25E0%25A6%25B2-%25E0%25A6%25A8%25E0%25A7%2580%25E0%25A6%25B2-%25E0%25A6%2586%25E0%25A6%25AD%25E0%25A6%25BE%25E0%25A6%25AF%25E0%25A7%2581%25E0%25A6%2595%25E0%25A7%258D%25E0%25A6%25A4-%25E0%25A6%25B0%25E0%25A6%25A4%25E0%25A7%258D%25E0%25A6%25A8-%25E0%25A6%258F%25E0%25A6%259F%25E0%25A6%25BF%25E0%25A6%25B0-%25E0%25A6%25AC/2195955087391562/&ved=2ahUKEwimgLqxscrtAhWCbn0KHXmCBT4QFjAAegQIBBAC&usg=AOvVaw3Ktywy7VVMTXmDTthdbXHS