উত্তর চব্বিশ পরগনা, ঘাটবাউরঃ আবারও ধর্ষণের অভিযোগ উঠলো বনগাঁ থানায়। গত ২১শে ডিসেম্বর রাত ১১টা নাগাদ শুকপুকুরিয়া এলাকার বাসিন্দা এক গৃহবধূর ঘরে জানলা ভেঙে ঢুকে পড়ে এক স্থানীয় যুবক। গৃহবধূকে সেই যুবক ধর্ষণ করার চেষ্টা করে বলেই অভিযোগ। নির্যাতিতার স্বামী দূরে থাকায় সেদিন বাড়িতে বৃদ্ধ শ্বশুর ছাড়া অন্য কেউ ছিলেন না।যুবকের লালশা থেকে নিজেকে উদ্ধার করার আপ্রান চেষ্টায় তিনি চিৎকার করে উঠলে অভিযুক্ত পালিয়ে যায় বলেই স্থানীয় সূত্রের খবর। অভিযুক্ত যুবকের নাম কালিম মন্ডল। সেও ঘাটবাউর এলাকার বাসিন্দা। গতকাল নির্যাতিতা বধূ বনগাঁ থানায় গিয়ে অভিযোগ দায়ের করলে, বনগাঁ থানার পুলিশ কালিম মণ্ডলকে গ্রেফতার করে। উক্ত গৃহবধূর সঙ্গে এই যুবকের আগে থেকে পরিচয় ছিল কিনা নাকি আর নেপথ্যে অন্য কোন করন আছে কিনা তা এখনও জানা যায়নি।পুলিশের দাবি অভিযুক্ত ধর্ষককে বনগাঁ মহকুমা আদালতে তোলা হয়েছে, নির্যাযিতা সঠিক বিচার পাবে।