কলকাতা শহরে আজকাল বিউটি পার্লারের ছড়াছড়ি। অলিতে গলিতে গজিয়ে উঠেছে ছোটো বড় নানা ধরণের বিউটি পার্লার। কিন্তু বাড়ির আশেপাশে ভালো একটা বিউটি পার্লার না থাকলে কি মন ভরে? নাকি সব পার্লারের পরিষেবায় মন ভরে? সাজগোজের মতো শৌখিন বিষয়ের সঙ্গে তাই আপোষ করতে চাই না আমরা কেউই।
![কলকাতায় সাজগোজের আখরা গুলোকে চেনেন কি? রইল সেরা 5টি ঠিকানা 1 কলকাতা](https://www.banglakhabor.in/wp-content/uploads/2020/12/22-25-45-images.jpg)
মনের মতো বিউটি পার্লার পেলে তবেই নিজেকে সাজিয়ে তুলে শান্তি পাওয়া যায়। হয়ে ওঠা যায় অপরূপা। তার উপর যদি সেই পার্লারের খরচ হয় সাধ্যের মধ্যে তবে তো আর কথাই নেই। কিন্তু বাজেটের মধ্যে কলকাতা শহরের কোন বিউটি পার্লার বেস্ট ট্রিটমেন্ট দেয়, সেটা বোঝা মুশকিল। এই বিভ্রান্তি দূর করতে চাইলে ঝটপট পড়ে ফেলুন নীচের সব তথ্য। কারণ কলকাতা শহরের সেরা ৫টি বিউটি পার্লারের খুঁটিনাটি খোঁজ নিয়েই সাজানো আজকের এই প্রতিবেদন।
https://www.banglakhabor.in/wp-admin/post.php?post=9523&action=edit
১) কলকাতার পনি আপ সালন (Pony Up Salon):
![কলকাতায় সাজগোজের আখরা গুলোকে চেনেন কি? রইল সেরা 5টি ঠিকানা 2 22 27 10 images](https://www.banglakhabor.in/wp-content/uploads/2020/12/22-27-10-images.jpg)
লেকটাউনের পনি আপ সালনকে বর্তমানে কলকাতার সেরা বিউটি পার্লার বলে থাকেন অনেকেই। এই বিউটি পার্লারের রেটিং যেমন বেশি দামটাও তেমন সাধ্যের মধ্যেই। সমস্ত রকমের স্কিন ট্রিটমেন্ট থেকে শুরু করে হেয়ার ট্রিটমেন্ট সবই হয় এখানে। এছাড়াও ব্রাইডাল মেকওভার, পার্টি মেকআপ, পেডিকিওর, ম্যানিকিওর সবই পাবেন এখানে। উন্নত ভালো মানের প্রোডাক্ট দিয়ে ট্রিটমেন্ট করা হয় এখানে। যেমন ল’রিয়াল, লোটাস ইত্যাদি ব্র্যান্ড ব্যবহার করা হয়। এই পার্লারের ঠিকানা হল ৭১৬ ব্লক-এ, লেকটাউন রোড কলকাতা- ৭০০০৮৯, জয়া সিনেমা ও স্পেনসারের ঠিক মাঝখানে। ৫ এর মধ্যে পনি আপ সালনের রেটিং ৪.৭।
২) কলকাতার অ্যাই ক্যাচারস (Eye Catchers):
![কলকাতায় সাজগোজের আখরা গুলোকে চেনেন কি? রইল সেরা 5টি ঠিকানা 3 22 27 52 images](https://www.banglakhabor.in/wp-content/uploads/2020/12/22-27-52-images.jpg)
নামের সঙ্গে সঙ্গে পরিষেবাতেও মন কাড়ে পার্ক স্ট্রিটের অ্যাই ক্যাচারস। এটি একটি ইউনিসেক্স সালন। ফলে ছেলে ও মেয়ে উভয়েই এই পার্লারের সুবিধা নিতে পারেন। পার্ক স্ট্রিটের অ্যাই ক্যাচারসের অন্যতম মূল আকর্ষণ হল, এখানকার সুন্দর পরিবেশ। উন্নত ভালো মানের প্রোডাক্ট দিয়ে ট্রিটমেন্ট করা হয় এখানে। স্কিন ট্রিটমেন্ট থেকে শুরু করে হেয়ার ট্রিটমেন্ট সবই করা হয়। এই পার্লারের ঠিকানা ৬ উড স্ট্রিট, স্যাটারডে ক্লাবের বিপরীতে, পার্ক স্ট্রিট এরিয়া, কলকাতা- ৭০০০১৬। এর রেটিং ৫ এর মধ্যে ৪.৪।
৩) কলকাতার ফ্লোরা’স বিউটি পার্লার (Flora’s Beauty Parlour):
![কলকাতায় সাজগোজের আখরা গুলোকে চেনেন কি? রইল সেরা 5টি ঠিকানা 4 22 28 36 images](https://www.banglakhabor.in/wp-content/uploads/2020/12/22-28-36-images.jpg)
ফ্লোরার নানা ধরণের বিউটি প্রোডাক্ট মার্কেটে সুপরিচিত। এমনকি ফ্লোরার প্রোডাক্টের চাহিদাও আজকাল আকাশছোঁয়া। প্রোডাক্টের মতোই নজর কাড়ে ফ্লোরার বিউটি পার্লারও। এই পার্লারে গেলে পাবেন আরও ভালো ট্রিটমেন্ট। মাথার চুল থেকে পায়ের নখ অবধি সবরকম ট্রিটমেন্ট তো হয়ই। তার সাথে এখানে হয় বিভিন্ন রকম ফেসিয়াল। বিভিন্ন স্কিন প্রবলেমের জন্য বিভিন্ন রকম ফেসিয়াল। আপনার চাহিদা মত বিভিন্ন রকম ফেসিয়াল পেয়ে যাবেন। এই পার্লারের ঠিকানা হল ১৯২ এ লেক মার্কেট, কালীঘাট , কলকাতা- ৭০০০২৯। ৫ এর মধ্যে এর রেটিং ৪.৪।
৪) কলকাতার ল’রিয়াল বিউটি পার্লার (L’oreal Beauty Parlour):
![কলকাতায় সাজগোজের আখরা গুলোকে চেনেন কি? রইল সেরা 5টি ঠিকানা 5 22 29 12 images](https://www.banglakhabor.in/wp-content/uploads/2020/12/22-29-12-images.jpg)
ল’রিয়াল-এর বিউটি প্রোডাক্টের জনপ্রিয়তা নিয়ে আজ আর কারোর মনেই সন্দেহ নেই। যেকোনো ভালো বিউটি পার্লারেইস এখন ল’রিয়ালের প্রোডাক্ট ব্যবহার করা হয়। ফেসিয়াল কিংবা হেয়ার ট্রিটমেন্ট সবেতেই বিশেষজ্ঞরা ল’রিয়াল-এর প্রোডাক্ট ব্যবহারের পরামর্শ দিয়ে থাকেন। আর ল’রিয়াল-এর সেরা ট্রিটমেন্ট পেতে হলে চলে যেতেই হবে কলকাতার ল’রিয়ালের বিউটি পার্লারে। এখানে স্কিনকে রেডিয়েন্ট করে তোলার জন্য আছে বিভিন্ন ট্রিটমেন্ট। সাথে হেয়ারের স্পেশাল ট্রিটমেন্ট তো আছেই। এই পার্লারের ঠিকানা ৭/১ এফ, আলিপুর রোড, আলিপুর, কলকাতা। এর রেটিং ৫ এর মধ্যে ৫।
৫) কলকাতার ট্রেণ্ডস হেয়ার অ্যান্ড বিউটি সালন (Trends Hair And Beauty Salon):
![কলকাতায় সাজগোজের আখরা গুলোকে চেনেন কি? রইল সেরা 5টি ঠিকানা 6 22 29 45 images](https://www.banglakhabor.in/wp-content/uploads/2020/12/22-29-45-images.jpg)
বাজেটের মধ্যে সেরা ট্রিটমেন্ট পেতে চাইলে আপনাকে চলে যেতেই হবে ট্রেণ্ডস হেয়ার অ্যান্ড বিউটি সালনে। এখানে আছে বিভিন্ন বিউটি প্যাকেজ, অফার ও মেম্বারশিপ প্ল্যান। ফলে বাজেটের মধ্যে আপনি পাবেন অনেক গুলো ট্রিটমেন্ট। আর অসাধারণ পরিবেশ ও ট্রিটমেন্ট তো বটেই। এর ঠিকানা ১৭ এলগিন রোড, কলকাতা- ৭০০০২০। এই পার্লারও ৫ এর মধ্যে ৫ রেটিং পেয়েছে।