করোনার থাবা বসাল আমির খানকে। বলিউডের নানা সেলেব আক্রান্ত হওয়ার পর, এবার কোভিড-১৯ আমিরকে ধরে ফেলল। ‘লাল সিংহ চড্ডা’-র শ্যুটিং চলাকালীন করোনায় আক্রান্ত হলেন আমির। বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’এখন বাড়িতেই সেলফ-কোয়ারেন্টিনে আছেন। গত কয়েকদিনে যারা তার সংস্পর্শে এসেছেন, তাদের সবাইকে করোনা পরীক্ষা করিয়ে নিতে বলা হয়েছে।
আরও পড়ুন: হাসপাতাল থেকেই ভোট দিলেন করোনা রোগীরা
মুম্বইয়ে করোনার দ্বিতীয় ঢেউ শুরু হতেই অভিনেতা রণবীর কাপুর থেকে পরিচালক-অভিনেতা সতীশ কৌশিক,কার্তিক আরিয়ানের মত তারকারা আক্রান্ত হয়েছিলেন। এর আগে মনোজ বাজপেয়ী, সঞ্জয় লীলা বনশালীরাও করোনায় আক্রান্ত হয়েছেন।
এবার আমিরও করোনার কবলে পড়লেন। আমির করোনা আক্রান্ত হওয়ায় লাল সিং চাড্ডার শ্যুটিং বন্ধ রাখা হয়েছে। লাল সিং চাড্ডা সিনেমার সঙ্গে জড়িত সমস্ত শ্যুটিং স্টাফদের করোনা পরীক্ষা করা হচ্ছে।
গত ১৪ মার্চ আমিরের ৫৬তম জন্মদিন ছিল। তাঁর ঘনিষ্ঠরা বলেন, করোনা নিয়ে আমির খুবই সতর্ক ছিলেন। পিকে, থ্রি ইডিয়েটস-এর নায়ক সব সময় মাস্ক, স্যানিটাইজার ব্যবহার করেন। তবু বাঁচতে পারলেন না আমির।