নিজস্ব সংবাদদাতা ‌: রাজ্যে কী শীঘ্রই খুলবে স্কুল ? কী বলছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়? গত ১লা জানুয়ারি তিনি জানিয়েছেন রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান জীবাণুমুক্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে। এই কথায় জল্পনা তুঙ্গে উঠেছে শিক্ষক মহলে। সরকারের সিদ্ধান্ত চূড়ান্ত, মুখ্যমন্ত্রী বললে খুলবে শিক্ষা প্রতিষ্ঠান।
করোনা আবহে গত‌ বছরের মার্চ থেকে স্কুল-কলেজে পঠনপাঠন বন্ধ। এর মাঝে অনলাইন ক্লাস শুরু হলেও স্কুলে গিয়ে পঠনপাঠন চালু করেনি পশ্চিমবঙ্গ সরকার। ইতিমধ্যেই অসম সহ দেশের বিভিন্ন রাজ্যে স্কুলে গিয়ে পঠনপাঠন চালু করা হয়েছে। সূত্রের খবর ত্রিপুরার স্কুলগুলিতে খুব শীঘ্রই স্বাভাবিক পঠনপাঠন চালু করা হবে।

UP school

পশ্চিমবঙ্গে এই মুহূর্তে করোনার প্রকোপ কিছুটা কম। তাই বিভিন্ন শিক্ষা সংগঠন স্কুল চালু করার ইচ্ছা প্রকাশ করেছেন। কিন্তু কোভিড ১৯ -এর নতুন ধরনের হদিশ মিলেছে রাজ্যে। তাই শিক্ষামন্ত্রক পরিস্থিতি বিবেচনা করে স্কুল খোলার সিদ্ধান্ত নেবে। তবে স্পষ্ট করে কিছু জানানো হয়নি।
১লা জানুয়ারি ২০২১ একটি সাংবাদিক বৈঠকে পার্থবাবু বলেন শিক্ষা প্রতিষ্ঠান জীবাণুমুক্ত করাই সর্বপ্রথম লক্ষ্য।‌ স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে আমাদের রাজ্যে পঠনপাঠন চালিয়ে যেতে হবে।
সূত্রের খবর থেকে জানা গেছে, স্কুল খোলার নিয়ম নির্দেশিকা সংক্রান্ত খসড়া তৈরি হয়ে গেছে। তাতে ক্লাসে কতজন বসবে, কতজন স্কুলে আসবে সেবিষয়ে স্পষ্ট উল্লেখ আছে।
পর্যবেক্ষকরা সবদিক বিবেচনা করে বলছেন হয়তো চলতি মাসেই খুলে যেতে পারে রাজ্যের স্কুল- কলেজগুলি।