fbpx
Home অফবিট রাশিফল আর মাত্র 17 দিন… আসছে 2021। জেনে নিন আপনার রাশিচক্র কী নিয়ে...

আর মাত্র 17 দিন… আসছে 2021। জেনে নিন আপনার রাশিচক্র কী নিয়ে আসছে আপনার ভাগ্যে…

রাশিচক্র:-

2020 সালের সূচনাটা খুব সুন্দর ভাবেই করেছিলাম আমরা। কিন্তু করোনা মহামারী রূপে গ্রাস করেছে পুরো মানব সভ্যতাকে। গোটা বিশ্বের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে, অর্থনীতি স্তম্ভ নাড়া খেয়ে গিয়েছে। এক দানবীয় অতিমারীতে মানুষ দেখেছে মৃত্যু এক্কেবারে কাছ থেকে, ভীতি গ্রাস করেছে মারাত্মক ভাবে। শারীরিক যন্ত্রণা ও মানসিক যন্ত্রণায় জেরবার মানুষ…

‘থাকব না কো বদ্ধ ঘরে, দেখব এবার জগৎটাকে…’

সেই জগৎটাকে হাতের মুঠোয় এনে নেবার সেই মানুষ এক ক্ষুদ্র অণুজীবের কাছে পরাস্ত হয়ে গৃহবন্দি। মনোবল হারিয়েছে কোটি কোটি মানুষ, স্বজন হারিয়েছে লাখ লাখ মানুষ, কাজ হারিয়েছে
হাজার হাজার মানুষ…
তাই স্বাভাবিক মানব মনে উঁকি মারছে নতুন বছর কী নিয়ে আসছে তাদের জন্য… এই বিপর্যয় কাটিয়ে তারা কি আগের মত সাবলীল জগতে ফিরবে, না…?

প্রথমেই নিজের ভাগ্য এক্কেবারে নিজে ঘরে বসে জেনে নেবার একটা ছোট্ট প্রক্রিয়া বাড়িতে বসেই প্রয়োগ করে ফেলুন… youtube এর একটা লিংক দিলাম… কার্ড তুলুন আর ভাগ্য জানুন… https://youtu.be/HVHmEylCTAk

সাফল্যের চাবিকাঠি কাদের হাতে…

১. মেষ:-

images 32 6
The wall

আপনার মেষ রাশি? তবে জেনে নিন,
খুবই সৌভাগ্য নিয়ে আপনি বছর শুরু করতে চলেছেন। খুব ইতিবাচক প্রভাব পড়বে আপনার জীবনে।
স্বাস্থ্য মোটামুটি ঠিক ঠাকই থাকবে। তবে অধিক কাজের কারণে আপনার ক্লান্তি আর মানসিক চাপ বাড়বে, যা কিছুটা ভোগাতে পারে। পঁয়ত্রিশ বছরের বেশি বয়সের যাঁরা, তাঁদের আয়ুর কোমরে ব্যথা, গ্যাস ও ঘুমের সমস্যা হতে পারে।
মাতা পিতার স্বাস্থ্য খারাপ হওয়ার যোগ রয়েছে, একটু সাবধানতা অবলম্বন করবেন।
ছাত্রদের জন্য এই বছরের শুরুটি মিশ্র ফল আসবে। গুরু বৃহস্পতির শুভ প্রভাব চলায় বছরের শেষে পরীক্ষাতে সফলতা আসবে। বিদেশে গিয়ে পড়াশোনা করার ইচ্ছাও পূরণ হবে।শনি দেবের আপনার অপার কৃপা পড়বে আপনার উপর। অর্থ আপনার দরজায় এসে কড়া নাড়বে। তবে কাজের দিকে একটু মনোনিবেশ করতে হবে।


আর প্রেম??? সে ভাগ্যেও তো তুঙ্গ রেখা দেখা দিচ্ছে। প্রেম বিবাহ বন্ধনে বাঁধা পড়তে পারে।
আর বিবাহিত হলে, প্রথমেই নিজের রাগকে নিজের কন্ট্রোলে আনুন। বিবাহিত জীবনে চড়াই উৎরাই এ ভরে থাকবে। আর তার প্রধান কারণ আপনার রাগ।

২. বৃষ:-

images 33 6
The wall

আপনি বৃষ? আরে শুনুন! শুধু ভাগ্যের জোরে এই বছরে বহু সমস্যা কাটিয়ে উঠবেন আপনি।
স্বাস্থ্যের ক্ষেত্রে যত্নবান হন। কারণ স্বাস্থ্য কিছুটা সমস্যায় ফেলতে পারে।
শিক্ষার ক্ষেত্রে সামান্য উত্থান-পতন আসতে পারে। অতএব, এই সময়ে আপনার পড়াশোনার বিশেষ যত্ন নেওয়া দরকার।
সৃজনশীল কাজে মনোনিবেশ করুন। খুব ভালো যোগ আছে এবারে।
আর কেরিয়ার? সেপ্টেম্বর থেকে আপনার ভালো সময় কাটবে। তাই অনেক কাজের দরজা খুলে যেতে পারে। আপনি বদলির অফারও পেতে পারেন। চাকরি পরিবর্তনেও সাফল্য পাওয়ার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে।
প্রেমময় জীবনসুখেই কাটবে আপনার।
দাম্পত্য বা পারিবারিক জীবনে উত্তেজনা থাকবে। এই বছর আপনার বিবাহিত জীবনেও কিছুটা উত্তেজনা থাকবে।

৩. মিথুন:-

images 34 4
Nilkanko

আপনি কী মিথুন? 2021 কেমন যাবে জানতে মন চাইছে তো?
প্রথমেই বলি, স্বাস্থ্যের খুব যত্ন নিন। বায়ু বা রক্ত ​​সম্পর্কিত যে কোনও সমস্যা সারা বছর আপনাকে ভোগাতে পারে।
শিক্ষার ক্ষেত্রে যুক্ত নতুন প্রত্যাশার দ্বার খুলে যেতে পারে। জানুয়ারি থেকে মে মাসের মধ্যে বিদেশে উচ্চতর পড়াশোনা করতে চাওয়া শিক্ষার্থীদের জন্য খুবই অনুকূল।
ব্যবসায় সেক্টরের স্থানীয়দেরকে একটু সতর্ক হতে হবে। কারণ আপনার সাথী সম্ভবত আপনার আস্থার সুযোগ নিতে পারে এবং আপনার ক্ষতি করতে পারে।
আপনার ব্যয় বাড়তে পারে। তাই সঞ্চয়ে একটু মন দিতে পারলে ভালো।
প্রেমের পরিণয়ে পরিণত হবার সুযোগ আছে।
দাম্পত্য কলহ এড়িয়ে চলুন।

৪. কর্কট:-

images 35 4
Astrosage

আপনি কর্কট? আপনার মনও ছটফট করছে আগামীর সিক্রেট জানতে।
তবে প্রথমেই শুনুন, স্বাস্থ্য খুব বেশি অনুকূলে থাকবে না। এমন পরিস্থিতিতে আপনাকে সাবধানতা অবলম্বন করা উচিত।
শিক্ষার ক্ষেত্রে, উচ্চ শিক্ষার শিক্ষার্থীদের জন্য, 2021 সালের এপ্রিলের আগে পর্যন্ত ও সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত খুব অনুকূল হবে। এই সময়ে ভালো ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এর জন্য কিন্তু কঠোর পরিশ্রমও করতে হবে।
ভাগ্য মানেন তো? এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্য পর্যন্ত আপনি সতর্ক থাকার চেষ্টা করুন। এই সময়টি আপনার পক্ষে কিছুটা কঠিন। এই সময়ে ভাগ্য আপনাকে সমর্থন করবে না। উর্ধতন কর্মকর্তাদের সাথে মতপার্থক্য এড়াতে হবে এতে যে কোনও প্রকার ভুল হতে পারে।

অর্থনৈতিক সাফল্য পাবেন আপনি। আপনি সরকারী খাত থেকে আর্থিক সুবিধা পেতে পারেন। এই বছর আপনার জীবনে অর্থের অবস্থা ভাল থাকার কারণে আপনি আপনার পুরানো ঋণ এবং বিল ইত্যাদি সহজেই মিটিয়ে দিতে পারবেন।

৫. সিংহ:-

images 4
The bell news

সিংহ রাশি আপনার?
এই বছর স্বাস্থ্যের বিশেষ ধ্যান রাখবেন।কেননা হাত, পেট, আর যকৃতের সমস্যা আপনাকে ভোগাতে পারে।
শিক্ষার ক্ষেত্রে আপনি মিশ্র ফল পাবেন। উচ্চ শিক্ষার ক্ষেত্রের সাথে জড়িত বিদ্যার্থীদের নিজের লক্ষ্য প্রাপ্তি করার জন্য খুব পরিশ্রম করতে হবে।
কেরিয়ার আপনার জন্য বেশ ভালো থাকবে। হঠাৎ করে উন্নতি হওয়ার সম্ভবনা রয়েছে। যদিও এপ্রিল আর মে এর মাঝের সময় আপনার জন্য কিছুটা চ্যালেঞ্জিং হবে। আপনার সিনিয়ারের সাথে সম্পর্ক খারাপ হতে পারে।
আর্থিক দিকটা চড়াই উৎরাই এ যেতে পারে। আপনার আমদানির ব্যবসা ভালো হবে।

৬. কন্যা:-

images 36 6
Asianet news bangla

আপনি কন্যা রাশির জাতক?
স্বাস্থ্য সাধারণত আপনার ভালো যাবে।তবে যাঁদের মধুমেহ রোগের সমস্যা আর মূত্র জ্বলন সম্বন্ধিত রোগ আছে তাঁদের একটু সাবধানে থাকা দরকার।
শিক্ষার ক্ষেত্রে বিদ্যার্থীদের জন্য শুধু আর শুধু পরিশ্রমই করতে হবে। কারণ এবছর একটু প্রতিকূলতা বর্তমান।
কেরিয়ার ঠিক-ঠাকই থাকবে। এপ্রিল থেকে সেপ্টেম্বরের মাঝে আপনি নিজের পুরোনো চাকরি ছেড়ে নতুন চাকরি জয়েন করার বড় সিদ্ধান্ত নিতে পারেন। মানে কেরিয়ারের দিক থেকে আপনার জন্য জানুয়ারী, মার্চ আর মে মাস বেশ ভালো থাকবে।
আর্থিক দিকটা আপনার জন্য ভালো থাকবে না।
অবিবাহিতদের বিবাহের যোগ আছে। বিবাহিত জীবন ভালো কাটবে।

৭. তুলা:-

images 37 5
Sara bangla

তুলা আপনার রাশি।
স্বাস্থ্যের প্রতি অধিক যত্নবান থাকতে হবে। যদিও কোন বড় রোগের সমস্যা হবে না কিন্তু ছোট-মোটো সমস্যা থাকবে। আপনার ধ্যান আপনাকে রক্ষা করবে।
শিক্ষার ক্ষেত্র ঠিক-ঠাকই থাকবে।
কেরিয়ারের ভালো ফল পেতে পারেন। বিজনেসের পার্টনাশীপ করার কথা ভেবে থাকেন তাহলে এই বছর কিছুটা সাবধান থাকার উপদেশ দেওয়া হচ্ছে কেননা ফেব্রুয়ারী থেকে এপ্রিল পর্যন্ত আপনার পক্ষে একটু জটিল সময়।
পারিবারিক বিবাদ এড়িয়ে চলুন। পরিবারের সাথে দূরত্বের যোগ আছে।

৮.বৃশ্চিক:-

images 39 5
Eisamay

বৃশ্চিক রাশি আপনার?
স্বাস্থ্য এমনিতে ভালোই থাকবে, কিন্তু
আপনাকে ছোট খাটো সমস্যা বিরক্ত করতে পারে, সাবধান থাকুন।
এই বছর বৃশ্চিক রাশির জাতকদের বিদেশ যাত্রা যাওয়ার যোগ নজর আসছে।
কেরিয়ারের ক্ষেত্রে একটু মনোযোগী হোন। আপনার ভুল সিদ্ধান্ত আপনার চাকরির পক্ষে ক্ষতিকর হতে পারে।
আর্থিক দিক থেকে এই বছর বৃশ্চিক জাতকদের জন্য বেশ ভালো যাওয়ার আশা রয়েছে। যদিও বছরের শুরুতে আপনার খরচা কিছুটা হবে কিন্তু এই বছরে আপনি ধন সঞ্চয় করতে সফল হবেন।

৯. ধনু:-

images 40 4
Nilkontho.in

ধনু রাশি আপনার তো?
আপনার স্বাস্থ্য এই বছর বেশ ভালো যেতে চলেছে। যদিও মাঝে মাঝে ছোট-খাটো সমস্যা হয় কখনোই সেটা ভোগাবে না।
উচ্চ শিক্ষার সাথে জড়িত হোক বা কেরিয়ারের দিক থেকে, এই পুরো বছর ধনু জাতকদের সফলতা পাওয়ার প্রবল যোগ রয়েছে।
এই পুরো বছর আপনার অর্থের কোন সমস্যা হবে না।
শিক্ষার ক্ষেত্রে বেশ সৌভাগ্যবান হবেন। যারা উচ্চ শিক্ষার ক্ষেত্রে নিজের পদক্ষেপ বাড়াতে চান উনাদের জন্য জানুয়ারী আর এপ্রিল এবং মে আর সেপ্টেম্বরের মাস বেশ উপযুক্ত।

১০. মকর:-

images 41 4
AStrosage

আপনি মকর রাশির জাতক?
আপনার স্বাস্থ্য বেশ ভালো থাকতে চলেছে। আপনার নিজের কোন পুরোনো রোগ থেকেও মুক্তি পাওয়ার যোগ রয়েছে।
শিক্ষা ক্ষেত্রে ভালো যোগ আছে।
কেরিয়ারে পরিশ্রমের সঠিক ফল পাবেন। আপনি এই বছর যত পরিশ্রম করবেন আপনি ঠিক তত ভালো ফল পাবেন।
আর্থিক জীবনের দিকে একটু সমস্যা থসকবে। বছরের শুরুতে আপনার খরচা বাড়বে। একটু মিতব্যয়ী হন।
এই বছরে একটা সুখবর, আপনার পার্টনার আপনার ভালোবাসায় পাগল হয়ে যাবে আর আপনারা দুজনে প্রেম বিবাহ বন্ধনে আবদ্ধ হবার অঙ্গীকার বদ্ধ হবেন।

১১. কুম্ভ রাশি:-

images 42 4
Nilkontho.in

স্বাস্থ্যের দিকটা এই বছর কুম্ভ খুব ভালো যাবে না। এই বর্ষ আপনাকে বিশেষ করে পায়ে ব্যথা, গ্যাস এসিডিটি, সর্দি-কাশি ইত্যাদিতে ভোগাবে।
শিক্ষার ক্ষেত্রে জেনারেল এবং মিডিয়া, ইনফরমেশন, টেকনোলজি আর আর্কিটেকের পড়াশোনা করা বিদ্যার্থীদের এই বছর ভালো পরিনাম পাওয়ার সম্ভবনা রয়েছে।
নিজের কর্মক্ষেত্রে ভালো ফল প্রাপ্তি হবে। কেরিয়ারের দিক থেকে এই বছর একটু চড়াই উৎরাই আছে। ডিসেম্বর মাসে আপনার কর্ম ক্ষেত্রে জবরদস্ত সফলতা নিয়ে আসবে।
আর্থিক দিক থেকে আপনার এই বছর কিছুটা নড়ে যেতে পারে। আর্থিক দিক ঠিক করতে আপনি নিজের খরচাতে লাগাম লাগিয়ে সঞ্চয় করার চেষ্টা করুন।
বিবাহিত জীবন সুখের হবে। সেপ্টেম্বর মাসে আপনি ও আপনার জীবন সাথী সন্তানের সাথে কোথাও দূরে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন।

১২. মীন রাশি:-

images 43 5
Nilkontho.in

আপনার স্বাস্থ্য বেশ ভালো থাকবে, কিন্তু তবু সাবধান থাকবেন।
শিক্ষার ক্ষেত্রে মিশ্র ফল আসবে। পড়াশোনার ক্ষেত্রে সফলতা আসবে।
এই সাল আপনি যেখানে জীবনের কিছু
কেরিয়ারের দিক থেকে ভালো যাবে। যদিও আপনাকে আপনার কর্মক্ষেত্রে উচ্চ পদে থাকা লোকেদের সাথে ভালো ব্যবহার করে রাখতে হবে।
আর্থিক দিক মোটামুটি থাকবে। প্রোপার্টি কেনা বেচা করে ভালো অর্থ উপার্জন করতে পারেন।

সব রাশিতেই কিছু ভালো কিছু খারাপ আছে, মোদ্দা কথা আপনাকে ব্যালেন্স করে চলতে হবে।

1 COMMENT